যশোরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ছাতিয়ানতলা রেলস্টেশন রোডের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান ওরফে বাপ্পি (৩০)। তিনি যশোর শহরের বাগডাঙ্গা এলাকার মোফিজুর রহমানের ছেলে।
অভিযানে ২০ পিস ইয়াবা ও ১৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানটি পরিচালনা করেন ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান, এএসআই সৈয়দ শাহীন ফরহাদ ও এএসআই নাজমুল ইসলাম নেতৃত্বাধীন একটি টিম।
ঘটনায় এসআই শেখ আবু হাসান বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



