জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. হোসেন আলী (২৪) নামে একজনকে আটক করেছে র্যাব।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে যশোর চুড়ামনকাটি থেকে তাকে আটক করা হয় এবং মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তাকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। আটক হোসেন আলী মাগুরা জেলার কাউনিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর পিএস পরিচয়দানকারী প্রতারক হোসেন আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২ টি মোবাইল সেট ও সিম উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, আটক হোসেন আলী যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের কাছ থেকে ৫০ হাজার টাকা গ্রহণ করে। হোসেন আলী ও তার সহযোগীরা প্রধানমন্ত্রীর দপ্তরের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। এ বিষয়ে যশোর সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বাদী হয়ে মামলা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।