বিনোদন ডেস্ক : বলিউড এখন উঠতি তারকাদের মধ্যে অন্যতম নাম আলিয়া ভাট। স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ছবি দিয়ে বলিউড সফর শুরু। এরপর আর ফিরে তাকাতে হয়নি আলিয়া ভাটকে। একের পর এক শুধুই সুপারহিট।
জনপ্রিয় এ অভিনেত্রীর রোজকার খাবারের তালিকায় ভাত না থাকলেও বিশেষ দিনগুলো উদযাপনে ভাত ছাড়া তার ‘চলেই না’। ভারতের দৈনিক বর্তমানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভাত-প্রীতির কথা এভাবেই বলেছেন আলিয়া।
তাকে প্রশ্ন করা হয়েছিল, নিজের সাফল্য কীভাবে উদযাপন করেন? উত্তরে আলিয়া বলেন, “ডাল-ভাত আর মুগের হালুয়া খেয়ে। আর চেষ্টা করি যত দ্রুত সম্ভব পরবর্তী কাজ শুরু করতে।”
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার ভাত ভারতীয় উপমহাদেশের অন্যান্য অঞ্চলেও নিয়মিত খ্যদ্যতালিকায় থাকে।
তবে ফিটনেস নিয়ে সচেতন আলিয়ার নিয়মিত খাবারের তালিকায় চিনি ছাড়া ভেষজ চা কিংবা কফি, ডিম, স্যান্ডউইচ, পেঁপের জুস ও দুপুরে ঘি ছাড়া একটি রুটি, ডাল সবজি ও চিকেনের মতো খাবার থাকে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে।ছবি: ইনস্টাগ্রাম থেকে।মুক্তির অপেক্ষায় থাকা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমায় দুধর্ষ মাফিয়া ডন গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। হুসেন জাইদির ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ অবলম্বনে সঞ্জয়লীলা বানসালির সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৫ ফেব্রুয়ারি।
যৌনকর্মী হিসেবে পরিচিত হয়ে ওঠা গাঙ্গুবাই এক সময় মাফিয়া বস হয়ে মুম্বাইয়ের অপরাধ জগতে রাজত্ব করতেন। আলিয়া ছাড়াও অজয় দেবগন ও বিজয় রাজ অভিনয় করেছেন এ সিনেমায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।