স্পোর্টস ডেস্ক: খবরটা ফাঁস হয়ে গিয়েছিল আগেই। জুভেন্তাসের সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে পাওলো দিবালার। এবার জানা গেল তার নতুন গন্তব্য। আনুষ্ঠানিক কিছু নয়, তবে ইতালিয়ান সংবাদ মাধ্যম জানাচ্ছে, জাতীয় দল সতীর্থ লাওতারো মার্টিনেজের দল ইন্টার মিলান হতে যাচ্ছে তার নতুন ডেরা।
জুভেন্তাসের সঙ্গে দিবালার নতুন চুক্তির ব্যাপারে অনেকদিন আগে থেকেই আলোচনা হচ্ছিল। আরেকটু স্পষ্ট করে বললে, ২০২১ সাল থেকে। কিন্তু দুই পক্ষ শেষ অবধি পৌঁছাতে পারেনি সম্মতিতে। ফলে আগামী গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে দল ছাড়ছেন তিনি।
জুনেই ইতালির ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আর্জেন্টাইন ‘লা জয়ার’। তাকে নতুন চুক্তি দিয়ে দলে ভেড়াতে গেল বছর বছরপ্রতি ১১০ কোটি টাকার একটা প্রস্তাব দিয়েছিল জুভেন্তাস। তাতে দুই পক্ষ সায়ও দিয়ে দিয়েছিল। তবে এরপরই তার জীবনের মোড় ঘুরে গেছে চোটপাটে। ফলে চলতি বছরের মার্চে তাকে দেওয়া সেই প্রস্তাব থেকে কম অর্থের প্রস্তাব দেয় জুভেন্তাস। নিত্যনতুন চোটের কারণেই ঘটে বিষয়টি।
সেখানেই দিবালার অসন্তুষ্টির শুরু। জুভেন্তাস চলতি বছর তাকে দেয় বছরপ্রতি ৭০ কোটি টাকার একটা প্রস্তাব। সেটা আর মেনে নেননি তিনি। গত ২১ মার্চ ক্লাবের সঙ্গে তার এজেন্টের প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
এবার ইতালিয়ান সংবাদ মাধ্যম কালসিওমের্কাতো ও স্কাই স্পোর্তস ইতালিয়া বলছে, ইন্টার মিলানের সঙ্গে পাকা কথা হয়ে গেছে তার। সেখানে প্রতি বছর ৬০ কোটি টাকা আয় করবেন তিনি। দলটির সঙ্গে তার চুক্তিটা হবে ৪ বছরের। যার ফলে তার বেতনের পরিমাণটা দাঁড়াবে ২৪০ কোটি টাকা।
২০১২ সালে আর্জেন্টিনার ক্লাব ইনস্তিতুতো থেকে পালারমোর হয়ে খেলতে ইউরোপে আসেন দিবালা। ক্লাবটিতে তিন বছর কাটিয়ে ২০১৫ সালে যোগ দেন জুভেন্তাসে। ক্লাবটির হয়ে ২৮৩ ম্যাচ খেলে ১১৩ গোলের সঙ্গে ৪৮টি অ্যাসিস্ট করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।