বিনোদন ডেস্ক : কলকাতার বাণিজ্যিক থেকে অন্যধারার সিনেমা, এমনকি হালের ওয়েব সিরিজেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দাপুটে অভিনেতা। সব যুগেই ‘সফল’ অভিনেতা হিসবে তার পরিচয়। চার দশকের ক্যারিয়ারে সেই সফলতার কারিগরদের একফ্রেমে বেঁধে তাদের পরিচয় করিয়ে দিলেন তিনি।
শ্রদ্ধার ইমোজি দিয়ে ফেইসবুকে একটি ছবি পোস্ট করে প্রসেনজিৎ লিখেছেন, “যাদের ছাড়া আমি আমিই হতাম না”
প্রসেনজিতের শেয়ার করা ছবিতে দেখা গেছে নির্মাতা হরনাথ চট্টোপাধ্যায়, অনুপ সেনগুপ্ত, প্রভাত রায়, সুজিত গুহ, বীরেশ চট্টোপাধ্যায়, অনামিকা সাহা এবং সান্ত্বনা বসুকে।
একটা সময় নির্মাতা হরনাথ চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই সিনেমাগুলোর মধ্যে আছে ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’, ‘গ্যাঁড়াকল’,’সূর্য’, ’রাজু আঙ্কেল’, ‘চলো পাল্টাই’।
পরিচালক সুজিত গুহের সঙ্গে প্রসেনজিতের হিট সিনেমা হল, ‘মন মানে না’, ‘অমর সঙ্গী’, ‘নায়ক’, ‘দেবা’।
প্রসেনজিতের ‘তবু ভালোবাসি’, ‘সুখের স্বর্গ’ সিনেমার পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়। এছাড়া এ নায়কের জনপ্রিয় এবং হিট সিনেমার মধ্যে আছে নির্মাতা অনুপ সেনগুপ্তের ‘মামা ভাগ্নে’, ‘দাদার আদেশ’, ‘পরিবার’, ‘পবিত্র পাপী’।
প্রভাত রায়ের নির্মাণে প্রসেনজিৎ করেছেন ‘খেলা ঘর’,’হ্যাংওভার’ এবং ‘লাঠি’ সিনেমা।
কয়েক বছর ধরে প্রসেনজিতকে কলকাতার বাংলা সিনেমা ‘ইন্ডাস্ট্রি’ বলা হয়। নির্মাতাদের সঙ্গে প্রসেনজিতের শেয়ার করা এই ছবির কমেন্টে তার অনুরাগীরা সেই কথাই বললেন।
একজন লিখেছেন, “ক্যারিয়ারের এই জায়গায় এসে লিজেন্ডদের সঙ্গে এরকম একটা সত্য পোস্ট তোমার পক্ষেই সম্ভব। তাই তুমি প্রসেনজিৎ, তুমিই ইন্ডাস্ট্রি।‘
আরেকজন লিখেছেন, ”স্বপন সাহা থাকলে ফ্রেমটা সম্পূর্ণ হত।“
আরেকজনের মন্তব্য, “অনেকদিন পর দেখা গেল বীরেশ চট্টোপাধ্যায়কে।“
ভালোবাসার চিহ্ন দিয়ে এক ভক্তের মন্তব্য “দারুণ লাগল গুরুদেব।“
প্রসেনজিৎ জানিয়েছেন, কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের ২৫ বছর পূর্তির অনুষ্ঠান ছিল। সেখানে পরিচালকদের পেয়ে ছবিটি তুলেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।