বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সরকার ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। যাদের জনগণের সাথে সম্পৃক্ততা ও নিবন্ধন নেই, তারাই নির্বাচনের বিরুদ্ধে হুংকার দিচ্ছে। তারা যতই হুংকার দিক না কেন, জনগণের দাবির প্রেক্ষিতে সরকার ঘোষিত নির্ধারিত সময়েই নির্বাচন হবে।
সোমবার (১৮ আগস্ট) যশোর নীলগঞ্জ সাহাপাড়ায় নগর মহিলা দলের ১ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অধ্যাপক নার্গিস বলেন, ভোট ছাড়া যেমন সরকার গঠন হয় না, ঠিক তেমনই জনগণের মতামতের প্রতিফলন হয় না। তাই জনগণের মতামত প্রতিফলনের জন্য নির্বাচন দরকার। যাতে জনগণ নির্ভয়ে তাদের কথা বলতে পারে। জনগণ যাতে কথা বলতে না পারে, তার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা গায়ের জোরে বন্দুকের নল ঠেকিয়ে জনগণকে অন্ধকার কুপে বন্দি করে রাখার মত অবস্থা করেছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল, যা কল্পনা করা যায় না। আমরা সেই অবস্থার পরিবর্তনের বিগত ১৬ বছর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে রাজপথ আঁকড়ে ছিলাম। সেই আন্দোলনেও নারীরা আমাদের শক্তি জুগিয়েছিলেন।
ডা. সানজিদা সোনিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, নগর বিএনপি নেতা মাসুদুল বারী কাকু প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।