টাইগারকে ছেড়ে যার প্রেমে পড়েছেন দিশা!

দিশা

বিনোদন ডেস্ক : কয়েক মাস আগে বলিউডের নায়ক টাইগার শ্রাফের সঙ্গে প্রেম ভেঙে যায় নায়িকা দিশা পাটানির। ‘বাঘি ২’ নায়িকা নাকি এবার প্রেম করছেন আলেকজান্ডার অ্যালেক্স ইলিকের সঙ্গে। তার বাড়ি সাইবেরিয়ায়। এ বিষয় মুখ খুললেন প্রেমিক আলেকজান্ডার নিজেই।
দিশা
তিনি জানান, দিশা তার খুব কাছের বন্ধু। ২০১৫ সালে দিশা ও অন্যান্যদের সঙ্গে ফ্ল্যাটও শেয়ার করেছেন। কেরিয়ারের শুরুর দিকে তাদের পরিচয় যখন তারা একই এজেন্সির হয়ে কাজ করতেন। শরীরচর্চার প্রতি ভালোবাসা থেকেই তাদের সম্পর্ক শুরু হয়।

আলেকজান্ডার সংবাদমাধ্যম বম্বে টাইমসকে জানিয়েছেন, ‘দিশা আমার কাছে পরিবারের মতো। এই ফিল্ডে যখনই দরকার আমরা একে-অপরকে পাশে পেয়েছি। আমি দেখছি গত সপ্তাহ ধরে এ বিষয় নিয়ে খুব আলোচনা চলছে। ব্যাপারটা হলো আমরা জানি আসল সত্যি কী। আমি বুঝি না কিছু মানুষ কেন শুধু আন্দাজের ওপর কথা বলে! কেন এরা অন্যকে শান্তিতে বাঁচতে দেয় না। আমরা তো এসব গল্পে হাসি!’

শুধু দিশা নয়, আলেকজান্ডারের বন্ধুত্ব রয়েছে টাইগারের সঙ্গেও। জ্যাকি পুত্র আর দিশার কী সত্যিই বিচ্ছেদ হয়েছে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘কারও ব্যাপারে মন্তব্য করার আমি কেউ না। হ্যাঁ আমি দুজনেরই খুব ঘনিষ্ঠ আর ওদের দুজনের সঙ্গেই হ্যাং আউট করি।’

কিছু দিন কফি উইথ করণে এসেও নিজেকে সিঙ্গেল দাবি করেছিলেন টাইগার শ্রফ। সেই সময় তাকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি এখন সিঙ্গেল, অন্তত আমি তো তাই মনে করি। আর আমি খুঁজছি।’

২০১৮ সালে বাঘি ২-তে কাজ করার সময় থেকেই কাছাকাছি আসেন টাইগার শ্রফ আর দিশা পাটানি। এর পর ২০২০ সালে টাইগারের বাঘি ৩-তে একটি আইটেম ড্যান্সও করেন দিশা।

একসঙ্গে মা হচ্ছেন ২ স্ত্রী, ট্রলের শিকার জনপ্রিয় ইউটিউবার