আন্তর্জাতিক ডেস্ক : রমজান মাস, চলছে রোজা। এদিকে করোনা মোকাবিলায় রাজ্যে জারি লকডাউনও। জননিরাপত্তার স্বার্থে এ বারের রমজানে ঘরে থেকেই প্রার্থনা করার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর আবেদন লিখিত আকারে লিফলেটে শহরের সর্বত্র বিলি করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক নয়, তাই জমায়েত এড়িয়ে চলারই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগেও টুইট করে একই বার্তা দেন তিনি
এই লিফলেটে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, কিছুদিন আগেই নবান্ন থেকে সারপ্রাইজ ভিসিটে পার্কসার্কাস ৪ নম্বর রেলগেট, বালিগঞ্জ ফাঁড়ি, খিদিরপুর এলাকায় যান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ঘরে থেকেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততে হবে। ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাইরে বেরোবেন না। প্রশাসনকে সাহায্য করুন। অযথা আতঙ্কিত হবেন না।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



