আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবার (এনএইচএস) কর্মীদের বিনামূল্যে পরিবহন সেবা দেয়ার মহান একটি দায়িত্ব পালন করছে জাদুরাজ্যের হ্যারিপটার বাস।
‘হ্যারি পটার’ ছবির দৃশ্য দিয়ে সাজানো কয়েকটি বাস সাধারণত ভক্তদের নিয়ে চলচ্চিত্র স্টুডিও ঘুরে বেড়াতো। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশটিতে লকডাউন চলায় এখন বাসগুলোকে স্বাস্থ্যকর্মীদের জন্য বরাদ্দ করা হয়েছে।
দক্ষিণ ইংল্যান্ডের মফস্বল শহর হার্টফোর্ডশায়ারের আবাসিক ও বাণিজ্যিক এলাকা লিভসডেনে ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির বেশিরভাগ ছবির শুটিং হয়েছে। এসব স্টুডিও ঘুরে বেড়াতে পর্যটক ও স্থানীয়দের জনপ্রিয় মাধ্যম এই ডাবলডেকার।
‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ও বাস কোম্পানি গোল্ডেন ট্যুরস করোনাভাইরাসের কারণে লিভসডেনে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। এর পরিবর্তে হার্টফোর্ডশায়ারের তিনটি স্থানে স্বাস্থ্যকর্মীদের সেবা দিতে তারা ব্যবহার করছে হ্যারি পটার বাস। এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে।
হ্যারি পটার ছবির স্টুডিওএনএইচএস ট্রাস্টের ওয়াটফোর্ড জেনারেল, সেন্ট অলবানস সিটি এবং হেমেল হেম্পস্টিড হাসপাতালে প্রতিদিন স্থানীয় সময় ভোর ৬টা ও রাত সাড়ে ১০টায় স্বাস্থ্যকর্মীরা পরিবহন সেবা পাচ্ছেন।
তথ্যসূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।