আন্তর্জাতিক ডেস্ক : বঙ্গবন্ধুর নাতনি যুক্তরাজ্যের বিরোধী দলীয় লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দেশটির ছায়া উপমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন।
বিরোধীদলের ছায়ামন্ত্রিসভায় তিনি শ্যাডো আর্লি ইয়ার্স মিনিস্টার হিসেবে নির্বাচিত হন। ৩৭ বছর বয়সী টিউলিপ এর আগেও এ দায়িত্ব পালন করেন।
তার টুইটার হ্যান্ডেলে বিষয়টি জানানো হয়।
সেখানে লেবার পার্টির এমপি অ্যাঞ্জেলা রায়নার টিউলিপকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘টিউলিপ সিদ্দিকিকে শ্যাডো আর্লি ইয়ার্স মিনিস্টার হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি আমাদের শ্যাডো এডুকেশন টিমে যোগদান করবেন। আমি এর আগেও টিউলিপের সঙ্গে কাজ করেছি। তিনি সরকারকে পর্যবেক্ষণ করতে আমাদের শ্যাডো ফ্রন্ট বেঞ্চ টিমের দারুণ সংযোজন।’
যুক্তরাজ্যের সদ্যসমাপ্ত নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসন থেকে টানা তৃতীয়বারের মতো জয়ী হন টিউলিপ। ২০১৫ সালে এই আসন থেকে প্রথমবার নির্বাচিত হন তিনি।
লন্ডনে জন্ম নেওয়া টিউলিপ ১৬ বছর বয়সে ব্রিটিশ রাজনীতির সঙ্গে জড়িত হন। এমপি নির্বাচিত হওয়ার আগে টিউলিপ ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন।
যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. শফিক সিদ্দিক এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা দম্পতির তিন সন্তানের মধ্যে টিউলিপ দ্বিতীয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।