Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও কানাডায় বেবি পাউডার বিপণন বন্ধের ঘোষণা দিয়েছে জনসন এন্ড জনসন। করোনা মহামারির জেরে ব্যাপক হারে চাহিদা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইরাস সংক্রমণের প্রভাবে দেশ দু’টিতে ভোক্তা সংখ্যা কমে গেছে উল্লেখযোগ্য সংখ্যায়। গেল ৩ মাসে ব্যাপক ব্যবসায়িক ক্ষতির শিকার হয়েছে কোম্পানি। তাই আপাতত বন্ধ থাকবে বিক্রি। যুক্তরাষ্ট্র-কানাডা ছাড়া বাকি দেশগুলোয় বিপণন প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলবে বলে জানায় কর্তৃপক্ষ।
দীর্ঘদিন ধরেই জে এন্ড জে’র বেবি পাউডার নিয়ে নানা ধরণের অভিযোগ রয়েছে ভোক্তাদের। ক্যানসার তৈরিকারী উপাদানের উপস্থিতির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চলমান মামলার সংখ্যা কয়েক হাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।