আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে পর্যুদস্ত যুক্তরাষ্ট্রে নতুন শনাক্তের সংখ্যা সবশেষ ২৪ ঘণ্টায় আরও বেড়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছুঁই ছুঁই করছে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজারের বেশি মানুষের।
জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৯ লাখ ৯৯ হাজার ৩১৩ জন, যা দেশ হিসেবে বিশ্বে সর্বোচ্চ।
মৃত্যুর তালিকায়ও আগে থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৮২ জনের। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৮৩৩ জন।
গত কয়েকদিন ধরে মৃত্যুর সংখ্যা হাজারের নিচে থাকলেও সবশেষ ২৪ ঘণ্টায় তা ফের বাড়লো। আর আক্রান্তের সংখ্যা কমছেই না। প্রতিদিনই আক্রান্তের তালিকায় যোগ হচ্ছে প্রায় ২০ হাজার নতুন নাম।
ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের পূর্বাভাস, ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিন দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
এদিকে বিশ্বজুড়ে মোট আক্রান্ত আরও বেড়েছে, ৭৩ লাখ ৫৭ হাজার। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৬ হাজার।
আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, ৭ লাখ ৭২ হাজার। তৃতীয়স্থানে রাশিয়া ৪ লাখ ৭৩ হাজার। মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরে রয়েছে যুক্তরাজ্য, ৪০ হাজার ২০০। তৃতীয়স্থানে ব্রাজিল, ৩৯ হাজার ৬০০ ছাড়িয়েছে।
উপমহাদেশের দেশগুলোর মধ্যে আক্রান্ত ও মৃত্যু উভয় তালিকাতেই শীর্ষে ভারত। দুই লাখ ৭৬ হাজার আক্রান্ত নিয়ে পঞ্চমস্থানে আছে দেশটি; আর ৭ হাজার ৭০০ ছাড়ানো মৃত্যু নিয়ে এই তালিকায় দ্বাদশস্থানে আছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।