আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। আর ইতোমধ্যেই দেশটির ৮ কোটির বেশি ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন। খবর রয়টার্স’র।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডার এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
বলা হচ্ছে, চলতি বছর যে হারে আগাম ভোট পড়ছে তাতে গত এক শতাব্দীর রেকর্ড ভেঙে যেতে পারে।
২০১৬ সালের তুলনায় এবারের নির্বাচনে ইতোমধ্যেই ৫৮ শতাংশ বেশি আগাম ভোট পড়েছে। বিপুল সংখ্যক লোক ডাকডোগে বা স্বশরীরে পোলিং সাইটে গিয়ে ভোট দিচ্ছেন।
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মূল ভোটগ্রহণ। তবে সেদিন ভিড়ের কারণে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে পারে শঙ্কা থেকে অনেকেই আগাম ভোটে আগ্রহ দেখাচ্ছেন।
এছাড়া, এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা নিয়েও মানুষের মধ্যে তীব্র আগ্রহ দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞদের ধারণা, ২০১৬ সালের নির্বাচনে মোট ১৩ কোটি ৮০ লাখ ভোট পড়ার রেকর্ড এ বছর সহজেই ভেঙে যাবে। গতবার নির্বাচনী দিনের আগে মাত্র ৪ কোটি ৭০ লাখ আগাম ভোট পড়েছিল।
এবার বেশিরভাগ জরিপেই ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ঘাড়ে ব্যর্থতার দায় চাপাচ্ছেন অনেকে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সময়েই দেশটিতে আবারও রেকর্ডভাঙা গতিতে বাড়ছে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ। ফলে ভোটারদের মধ্যে এর প্রভাব পড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
ডাকযোগের ভোটে ডেমোক্র্যাট শিবির বেশি আগ্রহী হওয়ায় আগাম ভোটে তারাই বেশ সুবিধা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঐতিহাসিকভাবে রিপাবলিকানরাও আগাম ভোট দিলেও এবারের নির্বাচনে ডাকযোগের ভোট নিয়ে ডোনাল্ড ট্রাম্প বারবার সমালোচনা এবং আক্রমণ করায় সেই সংখ্যা কমতে পারে।
যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যের দলীয় নিবন্ধনের তথ্য থেকে দেখা যায়, ইতোমধ্যেই ১ কোটি ৮২ লাখ নিবন্ধিত ডেমোক্র্যাট সমর্থক ভোট দিয়েছেন। রিপাবলিকানরা ভোট দিয়েছেন ১ কোটি ১৫ লাখ এবং নির্দলীয় ভোটার ভোট দিয়েছেন অন্তত ৮৮ লাখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।