আন্তর্জাতিক ডেস্ক : টানা দুই দিন মৃত্যু সংখ্যা কমার পর করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যু ফের বেড়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় উনিশশো ছুঁই ছুঁই মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা ৮৩ হাজার ছাড়িয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যে বলা হয়েছে।
করোনা নিয়ে বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ১০টা) যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে ১,৮৯৪ জনের। তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৪২৪ জন, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ!
চব্বিশ ঘণ্টায় বেড়েছে আক্রান্তের সংখ্যাও, ২১ হাজার ২০৪ জন। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৭ হাজার ৯২৭ জন, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।
করোনায় বিশ্বে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪২ লাখ ৫৯ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৯০ হাজার। আক্রান্তে ব্যাপক উল্লম্ফন ঘটেছে রাশিয়ার। যুক্তরাজ্য ও স্পেনকে টপকে দ্বিতীয়স্থানে উঠে এসেছে বিশ্বের বৃহত্তম দেশটি, ২ লাখ ৩২ হাজার।
চার হাজার কম আক্রান্ত নিয়ে তৃতীয়স্থানে স্পেন। দুই লাখ ২৭ হাজার আক্রান্ত নিয়ে চতুর্থস্থানে যুক্তরাজ্য। দুই লাখ ২১ হাজার আক্রান্ত নিয়ে পঞ্চমস্থানে ইতালি।
মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য, ২ লাখ ৭০০ ছাড়িয়েছে। ইতালি আছে তৃতীয়স্থানে, ৩১ হাজার ছুঁই ছুঁই। প্রায় ২৭ হাজার মৃত্যু নিয়ে ফ্রান্স চতুর্থস্থানে; অল্প কয়েকজন কম মৃত্যু নিয়ে পঞ্চমস্থানে আছে স্পেন।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে আক্রান্ত বেড়ে ৭৪ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ২ হাজার ৪১৫ জনের।
বাংলাদেশে বুধবার পর্যন্ত আক্রান্ত ১৬ হাজার ৬৬০ জনের, মৃত্যু হয়েছে ২৫০ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।