আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপ কমছে না যুক্তরাষ্ট্রে। সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে ৬০ হাজারের বেশি মানুষের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এই নিয়ে টানা সাতদিন ৬০ হাজার বা এর বেশি আক্রান্ত দেখল দেশটি।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে আটটা পর্যন্ত (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৬টা) ৬১ হাজার ২৮৮ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।
তাতে দেশটিতে মোট কভিড-১৯ শনাক্ত ৩৮ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।
চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৪৮৮ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র, এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৯২২ জন। মৃতের বৈশ্বিক তালিকায়ও অনেক আগে থেকে শীর্ষে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।
যুক্তরাষ্ট্রের বর্তমান সংক্রমণের অধিকাংশই দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। সাম্প্রতিক সময়ে অধিকাংশ অঙ্গরাজ্য থেকে রেকর্ড সংক্রমণের খবর আসছে।
এদিকে, সংক্রমণ রোধে অবশেষে সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে টুইটারে তিনি লিখেছেন, “অনেক মানুষ বলছেন, যখন আপনি সামাজিক দূরত্ব মানতে পারবেন না তখন মাস্ক পরাটা দেশপ্রেম। আপনাদের প্রিয় প্রেসিডেন্ট আমার চেয়ে বেশি স্বদেশপ্রেম কারো নেই!”
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে যুক্তরাষ্ট্রে আক্রান্ত-মৃত্যুর সংখ্যাটা আরও বেশি। তাদের হিসেব মতে দেশটিতে শনাক্ত ৩৯ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার।
আর বিশ্বজুড়ে আক্রান্ত দাঁড়িয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার, মৃত্যু ছাড়িয়েছে ৬ লাখ ১৩ হাজার।
দেশ হিসেবে আক্রান্তে-মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত ২১ লাখ ২১ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যু ছাড়িয়েছে ৮০ হাজার ২০০।
আক্রান্তে তৃতীয়স্থানে আছে ভারত, ১১ লাখ ৫৪ হাজার ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ৮০ হাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।