আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা কিছুটা কমার আভাস মিলছে। টানা সাত দিন এক হাজারের নিচে প্রাণহানি দেখল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।
স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা) চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৮৪০ জনের মৃত্যু হয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
করোনায় যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজারের চেয়ে বেশি, যা প্রথম বিশ্বযুদ্ধে দেশটিতে প্রাণ হারানো মানুষের সংখ্যার চেয়েও বেশি।
তবে আক্রান্তের সংখ্যা এখনো কমছে না যুক্তরাষ্ট্রে। প্রতিদিন গড়ে ২০ হাজার মানুষ নতুন করে এই ভাইরাসে সংক্রমিত হচ্ছে। বর্তমানে আক্রান্ত ২১ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর মতো এই তালিকায়ও শীর্ষে দেশটি।
আগে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এপিসেন্টার ছিল নিউ ইয়র্ক। বর্তমানে করোনার প্রকোপ সেখানে অনেকটা কমে এসেছে। সংক্রমণ বেড়েছে উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে।
বেশ কয়েকটি রাজ্যে নতুন আক্রান্তে রেকর্ড গড়েছে। এর মধ্যে রয়েছে ওকলামা, যেখান থেকে আগামী সপ্তাহে দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রচারণা শুরু করার কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।