আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে মৃত্যু-আক্রান্ত কমছে না যুক্তরাষ্ট্রে। সবশেষ ২৪ ঘণ্টায় দেড় হাজারের বেশি মৃত্যু নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে মোট মৃত্যু ৭৮ হাজার ৬১৫ ছাড়িয়েছে। আর আক্রান্ত ছাড়িয়েছে ১৩ লাখ ২২ হাজার! এটা ওয়াল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী শনিবার বাংলাদেশ সময় ১০টা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সবশেষ তথ্যে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১,৬৩৫ জনের। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭৭ হাজার ৬৩৫ জন।
বিশেষজ্ঞদের পূর্বাভাস, কভিড-১৯ এ মৃত্যু যুক্তরাষ্ট্রে জুন মাস নাগাদ এক লাখ ছাড়াবে। দৈনিক মৃত্যু হার যেভাবে চলছে সে মাইলফলকে পৌঁছাতে খুব বেশি দেরি নেই দেশটির।
করোনায় আক্রান্তের সংখ্যাও লাফিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৮৩ হাজার ৮২৯ জন, যা বিশ্বের মোট আক্রান্তের এক-তৃতীয়াংশ।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্ত ৩৯ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে; মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৭৬ হাজার।
মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য, ৩১ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের তালিকায় চতুর্থস্থানে আছে দেশটি, ২ লাখ ১২ হাজার।
ইতালি মৃত্যু-আক্রান্ত উভয় তালিকায় তৃতীয়স্থানে; মৃত্যু দাঁড়িয়েছে ৩০ হাজার ২০০, আক্রান্ত ২ লাখ ১৭ হাজার।
মৃতের তালিকায় চতুর্থস্থানে স্পেন, ২৬ হাজার ৩০০ ছুঁই ছুঁই। তবে আক্রান্তের তালিকায় এখনো দ্বিতীয়স্থানে আছে দেশটি, ২ লাখ ২২ হাজার।
ছাব্বিশ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে পঞ্চমস্থানে আছে ফ্রান্স; আক্রান্তের তালিকায় পঞ্চমস্থানে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া, ১ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে।
করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে, ৬০ হাজার ছুঁই ছুঁই। দেশটিতে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯৮৫ জন।
শুক্রবার পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২০৬ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।