আন্তর্জাতিক ডেস্ক: হাইপারসনিক মিসাইলের পরীক্ষা সফল বলে দাবি যুক্তরাষ্ট্রের। শব্দের থেকে পাঁচগুণ দ্রুত গিয়ে লক্ষ্যে আঘাত করে এই মিসাইল। খবর ডয়চে ভেলে’র।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে চীন ও রাশিয়া অনেকদূর এগিয়ে গেছে। তারা উন্নতমানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বানিয়েছে বলে খবর। এই অবস্থায় মার্কিন সেনাবাহিনীর ডিফেন্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি(ডিএপিআরএ)-র তরফ থেকে বুধবার ঘোষণা করা হলো, তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে।
ডিএপিআরএ জানিয়েছে, বুধবার নিউ মেক্সিকোর স্যান্ডস মিসাইল রেঞ্জে এই পরীক্ষা করা হয়। মঙ্গলবারও এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয়। সেটা করে মার্কিন বিমান বাহিনী। তারা ক্যালিফোর্নিয়ার তটভূমিতে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বা এয়ার লঞ্চড রেপিড রেসপন্স ওয়েপন(এআরআরডাব্লিউ)-র পরীক্ষা করে।
এর আগে এই পরীক্ষা সফল হয়নি। ফলে অ্যামেরিকার আশঙ্কা ছিল, তারা এই অস্ত্রের ক্ষেত্রে চীন ও রাশিয়ার পিছনে পড়ে যাচ্ছে। গত ২৯ জুন ওই পরীক্ষা হয়েছিল।
হাইপারসনিক অস্ত্র
হাইপারসনিক অস্ত্র শব্দের থেকে পাঁচগুণ গতিতে উপরের বায়ুমণ্ডল দিয়ে যায়। যুদ্ধবিমানের ডানার নীচে এই ক্ষেপণাস্ত্র লাগানো থাকে এবং তা নিখুঁতভাবে লক্ষ্যে গিয়ে আঘাত করতে পারে।
এই অস্ত্র তৈরির জন্য চলতি আর্থিক বছরে ডিএপিআরএ-ক জন্য চার কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ করা হয়েছে। এবার এই ক্ষেপণাস্ত্র যাতে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের সঙ্গে জুড়ে দেয়া যায় তার ব্যবস্থা করবে ডিএপিআরএ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।