Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ২৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৬৭ হাজার ৮৮৪।
দেশটিতে এ ভাইরাসের আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৮৮ হাজার ৭৫৪ জন। ত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ১ হাজার ২২৪ জন।
করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুতে আমেরিকার ধারে-কাছেও নেই কোনও দেশ। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।