আন্তর্জাতিক ডেস্ক : জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ স্বরূপ ইরাকে দুটি মার্কিন বিমান ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আলোচিত এ হামলা ইরান-আমেরিকা নিজেদের অবস্থান পরিষ্কার করে বিবৃতি দিয়েছে।
হামলা সম্পর্কে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, তাদের এই অভিযানের নাম ছিল ‘অপারেশন শহীদ সোলাইমানি’। ‘সব ঠিক আছে’ উল্লেখ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সকাল হলে বিবৃতি দেবেন।
বুধবার ভোরবেলা ইরাকে দুটি মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা চালায় ইরান। সেই হামলার একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্রের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইরাকের নেটওয়ার্ক ফর সোশাল মিডিয়ার হায়দার হামজজ এক টুইটে কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন যে, এটি ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটি হিতান এলাকায় আঘাত হানলেও বিস্ফোরিত হয়নি।
ইরাকের মার্কিন ঘাঁটি আল আসাদ বিমান ঘাঁটির দক্ষিণে এবং হিত শহরের পশ্চিমে হিতান অবস্থিত। সেখানেই এই অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।