আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে ফোনালাপের জন্য রাশিয়ার কাছে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের সেই অনুরোধ জানানোর বিষয়টি নিশ্চিত করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লাভরভের ‘ব্যস্ত’ সময়সূচির সঙ্গে মিললেই তাদের মধ্যে আলোচনা হবে।
লাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের মধ্যে ফোনে কথোপকথনের জন্য ওয়াশিংটনের অনুরোধের কথা উল্লেখ করে মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, লাভরভ ‘সময় পেলেই এই অনুরোধের বিষয়টিতে নজর দেবেন।

এর আগে বৃহস্পতিবার মার্কিন মুখপাত্র নেড প্রাইস একটি সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ‘রাশিয়ান ফেডারেশনকে স্পষ্ট করে দিয়েছে যে আমরা ব্লিংকেন ও লাভরভের মধ্যে কথোপকথন চাইছি।’
সেই অনুরোধ রাশিয়াকে ‘সরাসরি’ এবং ‘বারবার’ জানানো হয়েছিল বলে নেড প্রাইস জানিয়েছেন।
বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারসহ রাশিয়ায় আটক মার্কিন নাগরিকদের মুক্তির ব্যাপারেই লাভরভের সঙ্গে ব্লিংকেন কথা বলতে চাইছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



