Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখকদের নিয়ে ‘রেড টিম’ নামের একটি বাহিনী তৈরি করতে যাচ্ছে ফরাসি সেনাবাহিনী। তাদের কাজ হবে ভবিষ্যতে হুমকি হতে পারে এমন নানা বিষয় কল্পনা করে বের করা। খবর বিবিসির।
ডিফেন্স ইনোভেশন এজেন্সির (ডিআইএ) নতুন এক প্রতিবেদনে বলা হচ্ছে, এই লেখকরা ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকি কল্পনা করে সামরিক কৌশল ঠিক করবে যা হয়তো এখনো কেউ চিন্তা করেনি।
এই দলের কর্মকান্ড হবে অত্যন্ত গোপনীয়। তারা নানা ধরণের বিষয় বিবেচনায় রেখে কাজ করবেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিরক্ষায় ফরাসিদের নতুন ধরণের কলাকৌশল উদ্ভাবনের অংশ হিসাবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।