আন্তর্জাতিক ডেস্ক : বাণিজ্যিক বিমানের মূল নকশা গত ৬০ বছরে খুব বেশি পরিবর্তিত হয়নি। বোয়িং ৭৮৭ এবং এয়ারবাস এ৩৫০-এর মতো আধুনিক বিমানগুলোর বোয়িং ৭০৭ ও ডগলাস ডিসি-৮-এর মতোই সাধারণ আকৃতি রয়েছে। যেগুলো ১৯৫০-এর দশকের শেষের দিকে তৈরি হয়েছিল, যা এখনও ব্যবহার করা হচ্ছে। এর কারণ, বাণিজ্যিক বিমান চালনায় নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়। ফলে ঐতিহ্যগত নকশা এখনও প্রাসঙ্গিক।
অবশ্য, এ যাত্রীবাহী বিমানের ক্ষেত্রে বিস্ময়কর ঘটনা ঘটতে চলেছে। যুদ্ধবিমান আকৃতির নতুন এক বিমান তৈরি করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আকাশে এখন পরীক্ষামূলক উড্ডয়নের জন্য প্রস্তুত। দেওয়া হয়েছে ছাড়পত্রও।
এই বিমান কার্বন নির্গমন কমাবে। একইসঙ্গে জ্বালানি ব্যয়ও প্রায় ৫০ শতাংশ কম হবে বলে জানিয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠান জেটজিরো।
বিমানটি দেখতে সামরিক বিমান দ্বারা ব্যবহৃত ‘ফ্লাইং উইং’ ডিজাইনের মতো, যেমন আইকনিক বি-২ বোমারু বিমান।
জেটজিরোর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও টম ওল্যারি গত বছর বলেছিলেন, ‘বড় জেটগুলোতে শূন্য নির্গমনের পথ নিয়ে আমরা ভাবি। মিশ্রিত উইং এয়ারফ্রেম ৫০ শতাংশ কম জ্বালানি পুড়বে এবং কম নির্গমন করবে। এটি এই শিল্পে বিস্ময়কর অগ্রগতি।’
সূত্র: সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।