জুমবাংলা ডেস্ক : সেনাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। বুধবার দেশের পশ্চিমাঞ্চলে একটি বড় আকারের সামরিক অপারেশন্স ঘাঁটি পরিদর্শন করেন তিনি। সেখানে সেনাদের প্রশিক্ষণ পর্যবেক্ষণ শেষে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার ওপর জোর নির্দেশ দেন।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ঘাঁটির অবস্থান প্রকৃতপক্ষে কোথায় তা প্রকাশ করা হয়নি।
এর আগে সোমবার দক্ষিণ কোরিয়ার সেনাদের সঙ্গে যৌথ বার্ষিক সামরিক মহড়া শুরু করে যুক্তরাষ্ট্র। গত বছরের তুলনায় এই মহড়ায় দ্বিগুণ সেনা অংশ নিচ্ছে।
এর প্রেক্ষিতে কিম জং উন বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। তবে তিনি তার বক্তব্যে যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কথা সরাসরি উল্লেখ করেননি। খবর রয়টার্স
রাশিয়ায় গিয়ে বিপাকে, ‘জোর করে নামানো হচ্ছে যুদ্ধে’ অভিযোগ পর্যটকদের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।