জুমবাংলা ডেস্ক: চিকিৎসকের ভুলে ক্যান্সার ছড়িয়ে পড়ে লিঙ্গে। আর তার ফলে এক রোগীর পুরুষাঙ্গ পুরোপুরি কেটে বাদ দিয়ে দিতে হয় চিকিৎসকদের। চিকিৎসকের সেই ভুলের ক্ষতিপূরণ বাবদ রোগীকে ৬৫ হাজার মার্কিন ডলার দেওয়ার নির্দেশ দিল আদালত। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৮ লাখ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগকারী ২০১৪ সালে কারসিনোমায় আক্রান্ত হন। এটি দেহের এপিথেলিয়াল কলার এক ধরনের ক্যান্সার। তার যৌনাঙ্গে বাসা বাঁধে রোগ। আদালতে ৩০ বছর বয়সি ঐ ব্যক্তি জানিয়েছেন, তার এতোই যন্ত্রণা হত যে, এক সময় তিনি নিজেই নিজের লিঙ্গচ্ছেদ করার চেষ্টা করেছিলেন। সেই সময় তার স্ত্রী তাকে বাধা দেন ও ফ্রান্সের নান্তেস ইউনিভার্সিটি হসপিটালে নিয়ে যান।
ক্যান্সার যাতে অন্যত্র ছড়িয়ে না পড়তে পারে তার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। কিন্তু সেই অস্ত্রোপচার সফল হয়নি। কিছু ক্যান্সার কোষ তার দেহে থেকে যায়। সেখান থেকে ফের ছড়িয়ে পড়তে থাকে ক্যান্সার। ফের সমস্যা শুরু হওয়ায় ফ্রান্সের লিয়ঁ শহরে চিকিৎসা করাতে যান রোগী।
ঐ ব্যক্তি জানতে পারেন, ক্যান্সার এতোটাই ছড়িয়ে পড়েছে যে, লিঙ্গ কেটে বাদ দেওয়া ছাড়া উপায় নেই। শেষ পর্যন্ত শুক্রাশয় বাদে পুরো জননাঙ্গই কেটে বাদ দিয়ে দিতে হয়। এর পরই আগের চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন ঐ ব্যক্তি। সেই মামলাতেই হাসপাতাল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ বাবদ ৬৫ হাজার মার্কিন ডলার দেওয়ার নির্দেশ দিল নান্তেস অ্যাডমিনিস্ট্রেটিভ আদালত।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।