জুমবাংলা ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করে এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন শহিদুল ইসলাম (৪৫)। এর পর বিয়ে করার উদ্দেশ্যে পালানোর সময় প্রতারক স্বামী ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ শনিবার সকালে গোবিন্দগঞ্জ থানামোড় চৌমাথা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
খোঁজ নিয়ে জানা যায়, শহিদুল ইসলামের বাড়ি উপজেলার হরিনাথপুর বিষপুকুর গ্রামে। তিনি দীর্ঘদিন নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ে করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়াসহ নানাভাবে প্রতারণা করে আসছিল।
এরই একপর্যায়ে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বামনহাজরা গ্রামের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে আজ সকালে তাকে নিয়ে পালানোর চেষ্টা করে। যুবতীর পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে গোবিন্দগঞ্জ থানা মোড় চৌমাথা এলাকায় প্রতারক শহিদুল ও তার প্রথম স্ত্রী শিরিন আক্তারকে (৩৫) হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহিদুল ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আটক শহিদুল ও তার সহযোগী একটি সংঘবদ্ধ প্রতারকচক্র দীর্ঘদিন ধরে নিজেদের কখনও পুলিশ, কখনও র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রেম-বিয়েসহ মানুষের সাথে নানা ধরনের প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছিল।’
ওসি আরও বলেন, ‘অপহরণের দায়ে মেয়ের বাবা আব্দুল ওয়াহেদ আজ দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



