স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আজ রাতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে নিউ জিল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করেছে। ২১২ রানের টার্গেট ছাড়িয়ে গেছে ৩৫ বল বাকি থাকতেই।
ইতালির মিলান থেকে আজ এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তোমাদের (ক্রিকেট দল) সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। তোমরা দেশের জন্য সম্মান বয়ে আনায় আমি খুবই আনন্দিত।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি ইতালি সফরে গেছেন। ৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
টানা নবম জয় পেল বাংলাদেশ। যুব ওয়ানডেতে এটাই তাদের সেরা ধারাবাহিক ফল। ২০০৫ সালে টানা আট ম্যাচ জিতেছিল তারা।
এর আগে একবারই সেমি-ফাইনালে খেলেছিল বাংলাদেশ। ২০১৬ আসরে দেশের মাটিতে হয়েছিল তৃতীয়। আগামী রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:-
টস: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯: ২১১/৮ (৫০ ওভার)
গ্রিনঅল ৭৫*, লিডস্টোন ৪৪, লেলম্যান ২৪
শরিফুল ১০-২-৪৫-৩, শামিম ৬-১-৩১-২, মুরাদ ১০-১-৩৪-২, রকিবুল ১০-১-৩৫-১
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২১২/৪ (৪৪.১ ওভার)
মাহমুদুল ১০০*, হৃদয় ৪০, শাহাদাত ৪০*, ইমন ১৪, আকবর ৫*, তামিম ৩
হ্যানকক ৭-০-৩১-১, ক্লার্ক ৯-০-৩৭-১
ফল:- বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।