Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home যে অজুহাত দিয়ে এলপিজি বিক্রি বন্ধ করলেন ডিলাররা
জাতীয়

যে অজুহাত দিয়ে এলপিজি বিক্রি বন্ধ করলেন ডিলাররা

জুমবাংলা নিউজ ডেস্কSeptember 13, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : লোকসানের অজুহাত তুলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির দাবিতে গত শুক্রবার থেকে কুড়িগ্রামে ধর্মঘট পালন করছেন এলপিজির ডিলাররা। পাইকারি ও খুচরা পর্যায়ে এলপিজি বিক্রি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

যে অজুহাত দিয়ে এলপিজি বিক্রি বন্ধ করলেন ডিলাররা, ভোগান্তিতে গ্রাহকরা

তবে জেলা প্রশাসন বলছে, ডিলারদের এমন দাবি অনৈতিক ও অযৌক্তিক। কোনোভাবে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির সুযোগ নেই। এটি লাইসেন্সের শর্ত ভঙ্গের শামিল।

গতকাল রোববার সন্ধ্যায় জেলা শহরের ত্রিমোহনী বাজারে ওমেরা গ্যাস ডিলার পয়েন্ট মেসার্স সাহা ফিলিং স্টেশনে গ্যাসের সিলিন্ডার কিনতে যান মুকুল নামের একজন। তার কাছে সিলিন্ডার বিক্রি করেননি ডিলারের প্রতিনিধি। এ সময় তারা ওই গ্রাহককে জানান, ধর্মঘট চলছে।

মুকুল বলেন, ‘বাড়িতে এলপিজি গ্যাস শেষ। সিলিন্ডার নিতে এসে দেখি কেউ বিক্রি করছেন না। অথচ সব ডিলারের কাছে সিলিন্ডার মজুদ রয়েছে। সব ভোগান্তি আমাদের মতো গ্রাহকদের।’

এ বিষয়ে ওমেরা গ্যাস ডিলারের প্রতিনিধি মো. রুবেল জানান, সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রি করলে তাদেরকে সিলিন্ডারপ্রতি অন্তত ৬০ টাকা লোকসান গুনতে হয়। আবার বেশি দামে সিলিন্ডার বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিতে হয়। গত বৃহস্পতিবার তাদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে বেশি দামে সিলিন্ডার বিক্রির অনুমতি চায়। জেলা প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়নি। ফলে তারা অনির্দিষ্টকালের জন্য সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছেন।

মো. রুবেল বলেন, ‘আমরা তো লোকসান দিতে পারব না। পাশের জেলাগুলোতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। কিন্তু আমরা বিক্রি করলে জরিমানা দিতে হচ্ছে। এ জন্য আমরা বিক্রি বন্ধ রেখেছি। নতুন করে সিলিন্ডার তুলছি না।’

কুড়িগ্রামে যমুনা গ্যাসের ডিলার বদরুল আহসান মামুন বলেন, ‘আমাদের উপায় নেই। আমরা জেলা প্রশাসকের কাছে মূল্য সমন্বয় করে গ্যাস বিক্রির অনুমতি চেয়েছি। কিন্তু তিনি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত দিতে রাজি হননি। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আমাকে অন্তত ৫০ টাকা বেশি দিয়ে গ্যাস কিনতে হয়। সে হিসাবে আমাদেরকে প্রতি সিলিন্ডার কমপক্ষে ১ হাজার ৩৯০ টাকায় বিক্রি করতে হয়। আমরা তো লোকসান দিয়ে বিক্রি করতে পারব না। এ জন্য নতুন করে সিলিন্ডার তুলছি না, বিক্রিও করছি না।’

জানতে চাইলে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘ডিলাররা আমার কাছে এসেছিলেন। আমি বলেছি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অনুমতি দেওয়ার সুযোগ নেই। এ জন্য তারা যদি বিক্রি বন্ধ রাখেন, সেটা তো কোনো সমাধান নয়। তারা সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ার শর্তে লাইসেন্স নিয়েছেন।’

সংকটের সমাধান সম্পর্কে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘এভাবে চলতে থাকলে আমাদেরকে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমি প্রত্যাশা করব, ডিলাররা নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি করবেন।’

‘আমার টাকা আছে, স্বামীর কাছে যেতে হবে না’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অজুহাত এলপিজি করলেন গ্রাহকরা জাতীয় ডিলাররা, দিয়ে প্রভা বন্ধ বিক্রি ভোগান্তিতে
Related Posts
হাদি

হাদিকে সিঙ্গাপুর নেওয়ার আগে যা বললেন চিকিৎসক

December 15, 2025
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ

December 15, 2025
সিইসি

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা : সিইসি

December 15, 2025
Latest News
হাদি

হাদিকে সিঙ্গাপুর নেওয়ার আগে যা বললেন চিকিৎসক

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ

সিইসি

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা : সিইসি

ওসমান হাদি

ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরে যাত্রা করল এয়ার অ্যাম্বুলেন্স

ওসমান হাদি

ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

পোস্টাল ব্যালট পেপার

পোস্টাল ব্যালটের প্রথম লট বিদেশে যাচ্ছে চলতি সপ্তাহে

গাড়ি আমদানি

বাড়ছে মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি

ওসমান বিন হাদি

বিদেশে হাদির সম্পূর্ণ চিকিৎসা ব্যয় সরকার দেবে: অর্থ উপদেষ্টা

মেট্রোরেল

বিজয় দিবসে কতক্ষণ বন্ধ থাকবে মেট্রোরেল

ওসমান হাদি

ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.