বিনোদন ডেস্ক : টলিউড অভিনেতা দেবের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন রুক্মিনি মৈত্র। অল্প কয়েক বছরের ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে অন্য কোনও নায়কের সঙ্গেও দেখা যায়নি রুক্মিনিকে।
গত বছরের শেষের দিকে প্রেমিক দেবের সঙ্গে ছন্দময় পথচলায় হঠাৎ ছেদ পড়ে তার। কারণ এই অভিনেত্রী ঘোষণা দিয়েছেন— নতুন একটি সিনেমায় আবির চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি। এতে রুক্মিনি-দেব ভক্তরা কিছুটা হতাশ হলেও আশার কথা জানিয়েছেন রুক্মিনি। এ অভিনেত্রী বলেন, ‘ভালো চিত্রনাট্য পেলে আবারও দেব-রুক্মিনি বড় পর্দায় ফিরবে!’
নতুন বছর নিজের অভ্যাসের কিছু পরিবর্তনও করতে চান রুক্মিনি। তিনি বলেন, ‘জীবন-যাপনে পরিবর্তন আনতে চাই। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে আবার সকালে উঠতে চাই। বেশি কাজ করতে চাইলে স্লিপ সাইকেল পরিবর্তন করতেই হবে। আর একটা অপরাধবোধও কাজ করছে! তা হল— চকলেট আর কেক খাওয়া। এ বছর এটা কমাতেই হবে।’
২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রুক্মিনি। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমায় জুটিবদ্ধ হন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।