যে কয়েক ধরনের বন্ধু থেকে অবশ্যই দূরে থাকা উচিত

যে কয়েক ধরনের বন্ধু থেকে অবশ্যই দূরে থাকা উচিত

লাইফস্টাইল ডেস্ক : বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি। বন্ধুর সঙ্গে হয় আত্মার সম্পর্ক। বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যার সাথে থাকলে, কথা বললে মানসিক শান্তি পাওয়া যায়। তবে সবার সঙ্গে বন্ধুত্ব একরকম নাও হতে পারে। কোনো কোনো বন্ধুত্ব জীবনে বিপর্যয়ও ডেকে আনে। এ কারণে বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। 

যে কয়েক ধরনের বন্ধু থেকে অবশ্যই দূরে থাকা উচিত
প্রতীকী ছবি

কয়েক ধরনের বন্ধুত্ব থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন রিলেশনশিপ কোচ মিনা বি। যেমন-

যারা উপহাস করে: এমন কারও সঙ্গে বন্ধুত্ব থাকা উচিত নয় যারা কথায় কথায় বন্ধুকে উপহাস, অসম্মান করে। তাকে মূল্যায়ন করে না।

একতরফা বন্ধুত্ব: সময়ের সাথে সাথে অনেক বন্ধুত্বই একতরফা হয়ে যায়। যেকোন সম্পর্ক টিকিয়ে রাখতে উভয় পক্ষেরই পরিশ্রম এবং প্রচেষ্টার প্রয়োজন। তবে, যদি এমন মনে হয়, বন্ধুত্ব আপনি একাই টিকিয়ে রাখছেন তাহলে সে সম্পর্ক না রাখাই ভালো।

সু সময়ের বন্ধু: এমন অনেকেই আছেন যারা শুধুমাত্র ভালো সময়ে আমাদের সাথে থাকে। এটা মনে রাখা উচিত, যে বন্ধু আমাদের প্রয়োজনের সময় এগিয়ে আসে সে প্রকৃত বন্ধু। সু সময়ের বন্ধুরা আমাদের কঠিন সময়ে দূরে সরে যাওয়ার জন্য নানা অজুহাত দেয়।

প্রতিযোগিতামূলক বন্ধুত্ব: এমন কিছু বন্ধু আছে যারা সবসময় বন্ধুর সাফল্য উদযাপন করার পরিবর্তে তাকে নিজের প্রতিদ্বন্দ্বি মনে করে। এ ধরনের অস্বাস্থ্যকর বন্ধু রাখা থেকে বিরত থাকা উচিত। সূত্র: হিন্দুস্তান টাইমস