স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর না নিলেও দীর্ঘ সময় হয়ে গেছে সাদা পোশাক গায়ে জড়ান না। টি-২০ ছেড়ে দিয়েছেন আনুষ্ঠানিকভাবেই। এবার ওয়ানডে দলের অধিনায়কত্বও ছেড়ে দিলেন। যদিও খেলা চালিয়ে যাওয়ার এবং ক্রিকেটার হিসেবে নতুন চ্যালেঞ্জ নেয়ার কথা বলেছেন মাশরাফি বিন মুর্তজা। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার (৫ মার্চ) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মাশরাফি।

এসময় তাকে জিজ্ঞাসা করা হয়, তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে।
জবাবে মাশরাফি বলেন, আমি সবসময় বলেছি, আমি আজকে যা কিছু সব ক্রিকেট দিয়েই। ক্রিকেট খেলা যদি না শেষ করতাম তাহলে মাছের ব্যবসা করতাম। (হাসি) আমার পারিবারিক ব্যবসা তো মাছের, ঘের-টের আছে। হয়তো বা সেটাই করে চলে আসতে হতো। আমি যা কিছু করেছি, এই ক্রিকেট দিয়েই হয়েছে। সামনে যা কিছু পরিকল্পনা তার একটা বড় জায়গায় অবশ্যই থাকবে ক্রিকেট। আমার এলাকার যে কাজ আছে সেটা আমাকে করতে হবে, সামনের নির্বাচন পর্যন্ত অন্তত আমাকে সেটা করতে হবে এবং আমি সেখান থেকে পিছু হটবো না। আরেকটা হচ্ছে, ক্রিকেটটা তো আমার রক্তের ভেতরে। যদি কখনো খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে মনে করে, আমাকে যেকোনো জায়গায় যেকোনো সময় আমাকে প্রয়োজন, আমি অবশ্যই থাকবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


