আন্তর্জাতিক ডেস্ক : কুৎসিত পাখি হিসেবে পরিচিত কাককে অপছন্দ প্রায় সবারই। কাকের কর্কশ কণ্ঠে বিব্রত থাকে নগরবাসীরা।
কাকের প্রতি কৌতূহল দেখায় না কেউ। কাছে ঘেঁষলেই দুর দুর করে তাড়িয়ে দেয় সবাই।
তবে সম্প্রতি একটি কাকের প্রতি বেশ বেশ কৌতূহলী হয়ে উঠেছে নেট জনতা। ইতোমধ্যে টুইটার, ফেসবুকে ভাইরাল সেই কাক।
মূলত: রাস্তায় ফেলে দেয়া একটি প্লাস্টিকের বোতল ঠোঁটে করে কুড়িয়ে এনে ডাস্টবিনে ফেলে আলোচনায় এসেছে এই পাখিটি।
সম্প্রতি স্টেন্সগ্রাউন্ডেড নামে এক টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও টুইট করা হয়।
সেই ভিডিওতে দেখা গেছে, রাস্তার পাশে রাখা ডাস্টবিনের ওপর উড়ে এসে বসল একটি কাক৷ তার মুখে ফাঁকা প্লাস্টিকের বোতল। প্লাস্টিকের বোতলটি ডাস্টবিনে ফেলতে প্রাণপন চেষ্টা করে যাচ্ছে কাক। একপর্যায়ে সফল হয় সে। ডাস্টবিনের বোতলটি ফেলে ফের আকাশে উড়াল দেয় কাকটি।
ভিডিওটি এখন পর্যন্ত ২০ লাখ ৮৮ হাজার বার দেখা হয়েছে। রিটুইট করেছেন ৬৭ হাজারের বেশি। দেড় লাখেরও বেশি লাইক জমা পড়েছে পোস্টটিতে।
কাকটির ভূয়সী প্রশংসায় মেতেছে নেট দুনিয়া। একে মানুষের চেয়েও বেশি পরিবেশবান্ধব ও সচেতন বলে আখ্যা দিয়েছেন কেউ কেউ।
রাস্তায় কোনো অসচেতন মানুষের ফেলে দেয়া বস্তু নিজ দায়িত্বে ডাস্টবিনে জমা করা এই কাককে বেশি সচেতন বলে মন্তব্য করছেন নেটিজেনরা।
ভিডিওটি শেয়ার করে কেউ কেউ লিখেছেন, ‘যা মানুষের করার কথা ছিল তা কাক করে দেখিয়েছে। কাক যদি পারে তাহলে মানুষ কেন পারবে না।’
কেউ কেউ লিখছেন, কাককে ঝাড়ুদার পাখি বলা হয়। ময়লা-আবর্জনা খেয়ে তারা পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। এবার এই কাকের এমন সচেতনতা মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
ভিডিওটি দেখুন:
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।