অভিনয়কে বিদায় জানালেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এক যুগের ক্যারিয়ারে বক্স অফিসে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন ৩৭ বছর বয়সি এই অভিনেতা। তবে হঠাৎ অভিনয়কে বিদায় জানানোর কারণ জানাননি তিনি।

রোববার রাতে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এ ঘোষণা দেন বিক্রান্ত ম্যাসি। তিনি নিশ্চিত করেছেন, ২০২৫ সালের পর আর কোনো সিনেমায় তাকে দেখা যাবে না।
ইনস্টাগ্রামে দেওয়া ওই নোটে বিক্রান্ত লিখেছেন, ‘গত কয়েক বছর অসাধারণ ছিল। আপনাদের অটুট ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। তবে এখন সময় হয়েছে সবকিছু নতুন করে ভাবার এবং ঘরে ফেরার। একজন স্বামী, বাবা এবং পুত্র হিসেবে। এবং একজন অভিনেতা হিসেবে।’
তিনি আরও লিখেছেন, ‘২০২৫ সালে আমরা শেষবারের মতো একে অপরের সঙ্গে দেখা করব। শেষ দুটি সিনেমা এবং বহু বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য। চিরকাল কৃতজ্ঞ।’
গত ১৫ নভেম্বর মুক্তি পায় বিক্রান্ত অভিনীত আলোচিত সিনেমা ‘দ্য সবরমতি রিপোর্ট’। ২০০৭ সালে হিন্দি টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন বিক্রান্ত ম্যাসি। ‘লুটেরা’ সিনেমা দিয়ে ২০১৩ সালে বিক্রম বলিউডে পা রাখেন। এরপর তিনি ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’, ‘কার্গো’, ‘ফরেনসিক’, ‘গ্যাসলাইট’-এর মতো সিনেমায় অভিনয় করেন।
তবে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘টুয়েলভথ ফেল’ সিনেমা তাকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবনসংগ্রাম গল্পে নির্মিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মনোজ চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত ম্যাসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



