বিনোদন ডেস্ক : বাংলাদেশি ও ভারতীয় দর্শকদের কাছে স্যাম হারগ্রেভ পরিচালিত অ্যাকশন-সমৃদ্ধ ‘এক্সট্র্যাকশন’ ছবিটি এই লকডাউনের সময়ে বাড়তি আগ্রহের সৃষ্টি করেছে।
শুক্রবার নেটফ্লিক্সে ‘এক্সট্র্যাকশন’-এর স্ট্রিমিং শুরু হয়েছে। গত বছর যখন ‘থর’-অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ মুম্বাইয়ে পা রাখেন শুটিং করতে, সেই সময় থেকেই এই ছবি নিয়ে উদ্দীপনার শুরু। ‘অ্যাভেঞ্জার্স’ ফ্যানেদের কাছে এই ছবি হলো ক্রিস হেমসওয়ার্থ-এর ছবি। আবার এই ছবিতে রয়েছেন বলিউডের বিখ্যাত অভিনেতা রণদীপ হুদা এবং পঙ্কজ ত্রিপাঠী। এছাড়া, শুধুমাত্র বাঙালি দর্শকের কাছে এই ছবি দেখার অন্তত ৩টি জোরদার কারণ রয়েছে।
‘এক্সট্র্যাকশন’ নিয়ে বাঙালি দর্শকের কৌতূহল একটু বেশি হওয়া উচিত তার কারণ এই ছবির গল্পে রয়েছে বাংলাদেশের রেফারেন্স, এবং এতে বাংলা ভাষারও ব্যবহার রয়েছে। আর দ্বিতীয়ত, এই ছবিতে রয়েছেন কলকাতার দুই অভিনেতা।
‘এক্সট্র্যাকশন’ ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শতাফ ফিগার। বাংলা ছবির এই জনপ্রিয় অভিনেতা বহুদিন ধরেই জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কাজ করছেন। এই নেটফ্লিক্স অরিজিনালে শতাফকে দেখা গিয়েছে একজন সেনা অফিসারের পোশাকে।
এর পরে রইল তৃতীয় কারণ যেটি রয়েছে ছবির গল্পে। ভারত ও বাংলাদেশ দুই দেশের দুই গ্যাং লর্ডের প্রতিদ্বন্দ্বিতা ও একটি কিডন্যাপ দিয়ে গল্প শুরু। অপহৃত এক কিশোরকে উদ্ধার করতেই বাংলাদেশে পা রাখবে ক্রিস হেমসওয়ার্থ অভিনীত চরিত্রটি এবং তার পরে ঘটনা গড়াবে অন্য দিকে। অ্যাকশন-সমৃদ্ধ এই ছবির গল্পটি বাংলাদেশকে নিয়ে। শুটিং হয়েছে বাংলাদেশসহ থাইল্যান্ড ও ভারতে।
জানা যায়, ছবির গল্পটি ভারত-বাংলাদেশে এনে ফেলা হয়েছে একটি বিশেষ কারণে। চিত্রনাট্যকার জো রুশো গল্পটি লিখেছিলেন প্যারাগুয়ের প্রেক্ষাপটে প্রায় এক দশক আগে। কিন্তু নেটফ্লিক্স এখন উপমহাদেশ কেন্দ্রিক কনটেন্ট তৈরিতে আগ্রহী হওয়ায় গল্পের প্রেক্ষাপট বদলে ফেলা হয়েছে। আর বাঙালি দর্শক পেয়ে গিয়েছেন এই ছবি দেখার তৃতীয় জোরদার কারণটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।