আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে আলোচনার জন্য আজ দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে তার। খবর ডেইলি সাবাহর।
ইউক্রেন প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে জানিয়েছে, তুরস্ক ও ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেন-রাশিয়া যুদ্ধের গতিপথ, ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ নিয়ে পুনরায় সংলাপ— এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন।
এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে বন্দর অবরোধ করে রেখেছিল রাশিয়া। কিন্তু পরবর্তী সময়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় পুনরায় শস্য রপ্তানি চুক্তিতে সম্মত হয়েছিল মস্কো। তবে সেই চুক্তি বেশি দিন টেকেনি।
২০২২ সালের জুলাইয়ে আঙ্কারা এবং জাতিসংঘের মধ্যস্থতায় চুক্তিটি আবার চালুর চেষ্টা করা হলেও তাতে সায় দেয়নি মস্কো।
তুরস্ক এই চুক্তিটি পুনরায় চালু করার প্রচেষ্টা বাড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।