বিনোদন ডেস্ক : কয়েকদিন ধরে গ্রেপ্তার হওয়ার শঙ্কায় ছিলেন বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তবে আপাতত বড় স্বস্তিতে তিনি। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত কঙ্গনার বিরুদ্ধে কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে খার থানায় দায়ের হওয়া এফআইআর নিয়ে সোমবার বম্বে হাই কোর্টে তেমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশ।

অভিনেত্রী আগামী ২২ ডিসেম্বর খার পুলিশ থানায় উপস্থিত হয়ে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ওইদিন এই মামলায় নিজের বয়ান রেকর্ড করাবেন কঙ্গনা। অভিনেত্রীর তরফ থেকে এমন আশ্বাসবাণী পাওয়ার পরই বম্বে হাইকোর্টে মুম্বাই পুলিশ জানিয়েছে, কঙ্গনার বিরুদ্ধে আপাতত কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।
শিখ সম্প্রদায়ের তরফ থেকে দায়ের হওয়া এফআইআর খারিজের আর্জি নিয়ে চলতি মাসের শুরুতেই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কঙ্গনা।
গত ২১ নভেম্বর নায়িকা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন, যা শিখ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে- এই অভিযোগ তুলে অভিনেত্রীর নামে গত ২৩ নভেম্বর খার থানায় এফআইআর দায়ের করেন অমরজিত সিং সান্ধু নামের এক ব্যক্তি এবং দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি এবং শিরোমণি অকালি দলের বেশ কিছু নেতা।
কেন্দ্রের তরফ থেকে কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হতেই নিজের হতাশার কথা জানান কঙ্গনা। ক্ষোভ উগরে দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন অভিনেত্রী। দিল্লি বর্ডারে আন্দোলনরত কৃষক আন্দোলনকে ‘খালিস্তানি আন্দোলন’ বলে উল্লেখ করেন তিনি। এতেই অভিনেত্রীর উপর ক্ষুব্ধ হয় শিখ সম্প্রদায়। সোশ্যাল মিডিয়াতেও তুমুল সমালোচনা হয়।
কঙ্গনার বিরুদ্ধে ২৯৫ (এ) (ইচ্ছাকৃতভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো) ধারায় মামলা হয়েছে। তার তদন্ত চলছে। গত শুক্রবার কঙ্গনার আইনজীবীরা বিচারপতি নীতিন জামদার এবং বিচারপতি সারং কোটওয়ালের ডিভিশন বেঞ্চকে জানান, প্রত্যেক ভারতীয় নাগরিকের মতোই সংবিধানের ১৯/১ (এ) ধারা অনুসারে কঙ্গনার বাক স্বাধীনতা রয়েছে এবং তার বিরুদ্ধে কোনোরকম কেস খাঁড়া করা যাবে না। তাই এই এফআইআর খারিজ করা হোক।
সরকারি পক্ষের আইনজীবী জানান, কৃষক আন্দোলনের প্রথম সারিতে ছিলেন শিখ সম্প্রদায়। তাই এটি নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে করা মন্তব্য। কঙ্গনাকে এই মামলায় তদন্তে যোগ দিতে বলা হলে পুলিশের আবেদনে সাড়া দেননি অভিনেত্রী- এমনটাও কোর্টের কাছে নালিশ করেন সরকারি আইনজীবী অরুণা পাই।
এরপর বিচারক আশ্বাস দেন, আগামী শুনানি পর্যন্ত কঙ্গনার বিরুদ্ধে কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না পুলিশ। এরপর কঙ্গনা আগামী ২২ ডিসেম্বর তদন্তে যোগ দিতে পুলিশের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৫ জানুয়ারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


