Advertisement
জুমবাংলা ডেস্ক : দলমত নির্বিশেষে সবার কাছে মেয়র পদে ভোট চাইলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (১ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট চাইতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।
একটা গুরু দায়িত্ব কাঁধে এসেছে উল্লেখ করে তাপস জানান, জনগণের সেবা করতেই নেত্রী তাকে এ গুরু দায়িত্ব দিয়েছেন।
তাপস বলেন, এ দায়িত্ব আমি সততা, নিষ্ঠার সঙ্গে পালন করব। নির্বাচিত হলে প্রথম ৯০ দিনের মধ্যে ঢাকাবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, ইশতেহার প্রণয়ের কাজ চলছে, মেয়র প্রার্থী হিসেবে নতুন হলেও সংসদ সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগানো হবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel