স্পোর্টস ডেস্ক: দলের পক্ষে কোনো ব্যাটার ছক্কা মারলে তারা ডান্স করেন। আবার দলের পক্ষে কোনো বোলার আউট হলে তারা ডান্স করেন। আকর্ষণীয় এই ডান্সকারীদের বলা হয় চিয়ারলিডার। তবে আইপিএলের প্রত্যেকটি দলের নিজস্ব চিয়ারলিডার আছে। কলকাতা নাইট রাইডার্সেও চিয়ারলিডার আছে।
চিয়ারলিডাররা সাধারণত ম্যাচপ্রতি পারিশ্রমিক পেয়ে থাকেন। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, চিয়ারলিডারদের সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে কলকাতা নাইট রাইডার্স। প্রতি ম্যাচের জন্য তারা ২৫ হাজার রুপি করে পান।
আর সবচেয়ে কম বেতন দেয় বর্তমান চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্সসহ চারটি দল। প্রতিটি ম্যাচের জন্য ১৫ হাজার রুপি করে পান এবার এক নজরে দেখে নিন, কোন ফ্র্যাঞ্চাইজি চিয়ারলিডারদের কত পারিশ্রমিক দেয় চিয়ারলিডারদের।
টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য ২০ হাজার রুপি করে পেয়ে থাকেন।বিরাট কোহলিদের দলের চিয়ারলিডারদেরকেও ম্যাচপ্রতি ২০ হাজার রুপি করে দেওয়া হয়।
রাজস্থানের চিয়ারলিডাররা দলের প্রতিটি ম্যাচের জন্য ১৫ হাজার রুপি করে পান। আইপিএলে মাত্র দ্বিতীয় মৌসুমে খেলতে আসা লখনউয়ের চিয়ারলিডারদেরকেও ম্যাচপ্রতি ১৫ হাজার রুপি করে দেওয়া হয়। এছাড়া পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ দলের চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য ১২ হাজার রুপি করে পেয়ে থাকেন।
তাদের কাজ মূলত রঙিন জামাকাপড় পরে হাতে পমপম নিয়ে দলের ব্যাটারদের প্রত্যেক চার-ছক্কা কিংবা বোলারদের উইকেটে নাচতে হয় তাদের। মাঠের ধারে দাঁড়িয়ে বিরামহীনভাবে দলকে উৎসাহ দিয়ে যাওয়াই তাদের কাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।