বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রায় দুই দশকের ইতিহাসে প্রথমবারের মতো দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেছে ফেসবুকের। এতে শেয়ারদর পতন হয় রেকর্ড পরিমাণ। এক ধাক্কায় প্রতিষ্ঠানটির বাজারমূল্য ২ লাখ ৩০ হাজার কোটি মার্কিন ডলার কমে গেছে। এতে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণও কমেছে ৩ হাজার ১০০ কোটি ডলার।
হঠাৎ করেই শেয়ারের দরপতন জনপ্রিয় সামাজিকমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার। বুধবার (২ ফেব্রুয়ারি) ফেসবুকে প্রথমবারের মতো ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়ায় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে ২৬ শতাংশ দরপতন হয় মেটার। এতে এক ধাক্কায় প্রতিষ্ঠানটির বাজারমূল্য ২৩০ বিলিয়ন ডলার কমে যায়। এটি যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের এক দিনের ব্যবধানে সবচেয়ে বড় দরপতনের ঘটনা। এতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ কমেছে প্রায় ৩১ বিলিয়ন ডলার।
হঠাৎ এমন বিড়ম্বনায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাভার্স। বুধবার ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ মিলিয়ে মেটার ফ্যামিলি অ্যাপের চেয়ে এর মূল অ্যাপ ফেসবুকের ‘ডেইলি অ্যাকটিভ ইউজার’ বা দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা তিন মাসে ১০ লাখ কমে যায়। প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর পর ১৮ বছরের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।
এদিকে দিন দিন টিকটকের ব্যবহার বাড়ার কারণেই ফেসবুকের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছে কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাওয়ায় চীনভিত্তিক খুদে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে ফেসবুকের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছে কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।