বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চার্জার ছাড়া আইফোন বিক্রি করায় অ্যাপলকে ব্রাজিলের আদালত ১৮৬ কোটি টাকা জরিমানা করেছে।
ভোক্তাদের জন্য অ্যাপলের এই বিজনেস পলিসি ‘অবমাননাকর’ বলে মন্তব্য করে এ রায় দিয়েছেন সাও পাওলোর দেওয়ানি আদালতের বিচারক কারামুরু আফোনসো ফ্রান্সিসকো।
ব্রাজিলের ভোক্তা সমিতির পক্ষ থেকে অ্যাপলের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। ভোক্তাদের আইফোনের জন্য বাড়তি পণ্য ক্রয় করতে বাধ্য করায় এই সিদ্ধান্ত নেন বিচারক।
গত সেপ্টেম্বরেও ব্রাজিলে একই ইস্যুতে অ্যাপলকে প্রায় ২৫ লাখ মার্কিন ডলার জরিমানা করেছিল।
উল্লেখ্য, ২০২০’র শেষ দিক থেকে বৈদ্যুতিক বর্জ্য কমিয়ে আনার লক্ষ্যে অ্যাপেল তাদের ফোনের সঙ্গে বিনামূল্যে চার্জার দেওয়া বন্ধ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।