বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিভিন্ন উৎপাদন খাতে মাইক্রোচিপের স্বল্পতা ও সংকট যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মারাত্মক প্রভাব বিস্তার করেছে। ফলে ২০২১ সালে ২৪ হাজার কোটি ডলার লোকসান গুনেছে দেশটি। বিশেষ করে ইলেকট্রনিকস কোম্পানিগুলো বেশি প্রভাবিত হয়েছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে সিবিএস নিউজ এ প্রতিবেদন প্রকাশ করেছে। খবর এএনআই।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এশিয়া অঞ্চলে প্রধান চিপ উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় সংকট আরো প্রকট হয়। সিবিএসকে দেয়া এক সাক্ষাত্কারে অপটিমাল ডিজাইন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাজিদ প্যাটেল বলেন, চিপ সংকটের কারণে কিছু সময় আমাদের উৎপাদন অনেকটাই কমিয়ে দিতে হয়েছিল। আমি মনে করি, যুক্তরাষ্ট্রে পণ্যটি উৎপাদন করা গুরুত্বপূর্ণ। আমরা এখনো পর্যাপ্ত উৎপাদন করতে পারছি না। তাই এর অধিক উৎপাদনে আমাদের কাজ করতে হবে। সেটি অর্জনের একমাত্র পন্থা হচ্ছে উৎপাদন কেন্দ্রের পরিমাণ বাড়ানো। সত্যি বলতে, এটাই ভবিষ্যতের জন্য বিনিয়োগ।
সিবিএসের প্রতিবেদনে বলা হয়, মাইক্রোচিপের স্বল্পতা বিশ্বের গাড়ি উৎপাদন খাতে প্রভাব বিস্তার করেছে। উদাহরণস্বরূপ, ফোর্ডের যেসব ট্রাক উৎপাদন লাইনে চিপ সংযোজনের অপেক্ষায় ছিল সেগুলোকে পার্কিং লটে পাঠানো হয়েছে। যেখানে চিপ সংযোজন শেষে ট্রাকগুলোকে সরাসরি ডিলারদের হাতে তুলে দেয়ার কথা ছিল।
এ কারণে প্রতিষ্ঠানটির ২১ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে। নিকট ভবিষ্যতে চলমান চিপ সংকট যে দূর হবে সে বিষয়ে বাজার বিশ্লেষক, গবেষক ও উৎপাদনকারীরা নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। তবে সংকট ও স্বল্পতা মোকাবেলায় যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ পর্যায়ে চিপের উৎপাদন বাড়বে বলে জানা গেছে। এ লক্ষ্যে ইন্টেল যুক্তরাষ্ট্রের ওহাইওতে চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনের কথা জানিয়েছে।
মাইক্রোচিপ সংকটের কারণে ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন বিক্রিতেও শ্লথগতি দেখা গেছে। বিশেষ করে ছুটির মৌসুমে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সরবরাহ কম থাকায় বিক্রিতে বিরূপ প্রভাব পড়েছে বলে নতুন প্রতিবেদন সূত্রে জানা গেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, ছুটির মৌসুমে মোবাইল অপারেটরগুলোর বিভিন্ন প্রমোশন, সরবরাহ সীমাবদ্ধতার কারণে চাহিদা প্রত্যাহার করা, দেরিতে স্মার্টফোন বাজারজাত ও কভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কারণে স্টোরগুলোর কার্যক্রম সীমিতের কারণে সামগ্রিক প্রভাব বিরাজ করে।
এক বিবৃতিতে কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা পরিচালক জেফ ফিল্ডহ্যাক বলেন, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে যুুক্তরাষ্ট্রে স্মার্টফোন বাজার ভীষণ প্রতিযোগিতাপূর্ণ ছিল। নেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহক ধরে রাখতে প্রচারণার ক্ষেত্রে আক্রমণাত্মক ছিল।
চলমান মাইক্রোচিপ সংকট যে সহসাই কাটছে না সে বিষয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে যুুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। ছয় পৃষ্ঠার সারসংক্ষেপ প্রকাশের সময় বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো জানান, বর্তমানে চিপস্বল্পতা এত জটিল আকার ধারণ করেছে যে তা সহসাই কাটছে না।
১৫০ কোম্পানির ওপর পরিচালিত জরিপের ফল প্রকাশের সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো জানান, সহসাই চিপ সংকট কাটছে না। দেশীয় সেমিকন্ডাক্টর উৎপাদন বাড়াতে ৫ হাজার ২০০ কোটি ডলারের তহবিল চূড়ান্তের বিষয়টি এগিয়ে নিতে কংগ্রেসের প্রতি আহ্বানও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।