সনির উপরে পিসি গেমারদের সবসময় একটা ক্ষোভ ছিল। সেটা হল বিশ্বের সবথেকে সেরা গেমগুলি তারা তৈরি করে কিন্তু সেগুলো শুধুমাত্র প্লে স্টেশনের জন্য। ঐ সকল গেম কখনো পিসিতে রিলিজ দেওয়া হয় না। ফলে যাদের প্লে স্টেশন নেই তবে পিসিতে গেমিং করেন তারা সুন্দর স্টোরি উপভোগ করা থেকে বঞ্চিত হন।
তবে সনির প্রতি এ ক্ষোভ এখন ভালোবাসায় পরিবর্তিত হওয়ার সুযোগ এসেছে। আজ Uncharted গেম নিয়ে কথা বলা হবে যেটির প্রথম ভার্সন ২০০৭ সালে এবং দ্বিতীয় পর্ব ২০০৯ সালে প্লে স্টেশনে আসার পর পিসি গেমাররা হতাশ হয়েছিল।
কেননা Uncharted সিরাজের সবকটি গেম এত চমৎকার ছিল যে প্লে স্টেশন না থাকার কারণে এই গেমটি খেলতে পারা পিসি গেমার দের কাছে দুঃস্বপ্নের মত ছিল। লম্বা সময়ে পার হয়ে যাওয়ার পর সনি তার নীতিতে বদল এনেছে।
সনি চাইছে তাদের পুরনো গেম যা পিসিতে রিলিজ হয়নি সেগুলো এখন ধাপে ধাপে পিসিতে সবার সামনে উন্মোচিত হতে থাক। এতে সনি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং পিসি গেমাররা তাদের স্বপ্নের গেম খেলতে পেরে সন্তুষ্ট থাকছেন।
এ বছরের মে মাসে সনি ঘোষণা দিয়েছে যে Uncharted সিরিজের চতুর্থ গেম এবং তার Lost Legacy স্টোরি পিসিতে রিলিজ করা হবে। এর মাধ্যমে ১৩ বছর ধরে যেসব পিসি গেমাররা এটি খেলার স্বপ্ন দেখেছিল তাদের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে।
ওই সময় ধারণা করা হয়েছিল যে গেমটি জুলাই মাসে পিসিতে রিলিজ দেওয়া হবে। এরপর আগস্ট মাস পেরিয়ে এখন সেপ্টেম্বর মাস চলছে। কিন্তু পিসি প্লেয়ারদের অপেক্ষা শেষ হতে হচ্ছে না।
তবে এতে পিসি গেমারদের দুশ্চিন্তা করার কিছু নেই। কারণ সনি একটু আগে ঘোষণা দিয়েছে যে তারা ১৯ অক্টোবর পিসি গেমারদের জন্য এটি উন্মুক্ত করবে।
এপিক স্টোর ও স্টিম স্টোর এর মাধ্যমে গেমটি ক্রয় করে খেলতে পারবেন পিসি প্লেয়াররা। বাংলাদেশ থেকে গেমটির দাম হবে ৫ হাজার ৫০০ টাকা।
এর আগে Horizon Zero Dawn, God of War এবং Marvel Spiderman এর মত জনপ্রিয় এক্সক্লুসিভ গেমগুলি পিসিতে খেলার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কাজেই এ কথা বলা যায় যে সনির প্রতি পিসি প্লেয়ারদের যে একটা ক্ষোভ ছিল তা এখন ভালোবাসায় রূপান্তরিত হতেই পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।