স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপের গতকালের ম্যাচ ছিল ভারত-বাংলাদেশর। গ্যালারিতে এদিন বিরাটদের উৎসাহ দিতে বাঁশি হাতে হাজির ছিলেন বছর সাতাশির চারুলতা প্যাটেল। ভারতীয় ব্যাটিংয়ের সময় ক্যামেরার লেন্সে হঠাৎই বিখ্যাত হয়ে ওঠেন তিনি।
তার খেলা উপভোগ করার ছবি মন জিতে নিয়েছে নেটিজেনদের। ক্যামেরায় তার মুখ ধরা পড়ার পর টুইটারে ভেসে গেল তার ছবি ও ভিডিও। ভারত ৩০০ রান পার হতেই সেই ভক্তের অভিব্যক্তিই খেলার প্রথমার্ধের সেরা মুহূর্ত হয়ে রইল।
ম্যাচের পর এই বৃদ্ধার সঙ্গে ছবি তুললেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি ও ভাইস-ক্যাপ্টেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার দুই তারকা ক্রিকেটারকে আদর করেন তিনি।
এরপর সেই ছবি নিজের অফিসিয়ালস টুইটারে আপলোড করে বিরাট লেখেন, ‘সকল ফ্যানেদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। বিশেষ করে চারুলতা প্যাটেলকে। ৮৭ বছর বয়সেও এতো উচ্ছ্বাস ও ক্রিকেটঅন্ত প্রাণ এই নারী ভক্তকে আমি প্রথমবার দেখলাম। এ থেকে প্রমাণিত বয়স কেবলমাত্র একটা সংখ্যা। ইচ্ছা কোনো কিছুর বাঁধ মানে না।’
এদিকে গতকাল ৮৭ বছরের ওই বৃদ্ধা ভারতীয় ব্যাটিংয়ের সময় বাঁশি বাজিয়ে গ্যালারি মাতিয়ে রেখেছিলেন। সেই সময় ক্যামেরার ফোকাস ওনার উপর পড়ায় সঙ্গে সঙ্গে চর্চা শুরু হয়ে যায় তাকে নিয়ে।
চারুলতা প্যাটেলকে নিয়ে ধারাভাষ্য থেকে সাধারণ সমর্থকরাও তার আবেগ আর উচ্ছ্বাস দেখে অভিভূত হন৷ এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন তিনি৷ ম্যাচের পর বিরাট ও রোহিতকে কাছে পেয়ে আপ্লুত হন চারুলতা।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel