জুমবাংলা ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ফরিদপুরে জনসমাগম এড়াতে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। সোমবার (২৩ মার্চ) সকালে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এই গণবিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাপ্তাহিক সকল হাট-বাজার, শপিং মল, বাণিজ্য কেন্দ্র, রেস্টুরেন্ট, পার্ক, মেলা, সামাজিক ও ধর্মীয় সকল প্রকার অনুষ্ঠান, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, চায়ের দোকানে আড্ডা হয় জনসমাগম হয় এ সকল প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে জেলা-উপজেলার খাদ্য সামগ্রী ও ঔষধের দোকান, মুদ দোকান, কাচাঁ বাজার, চিকিৎসা প্রতিষ্ঠান খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যে সকল প্রবাসী বিদেশ থেকে এসে হোম কোয়ারেন্টাইন মানছেন না তাদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ফরিদপুর জেলায় এখন পর্যন্ত কোন করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় ৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। তবে এ পর্যন্ত ১০৪৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আর ২১৮ জন ব্যক্তি হোম কোয়ারেন্টাইন মেয়াদ শেষ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।