নোকিয়ার ক্লাসিক হ্যান্ডসেটের সকল ক্যাটাগরি থেকে এমন সেরা ৪টি মোবাইল নির্বাচন করা হয়েছে যা আপনি ক্রয় করার জন্য বিবেচনা করতে পারবেন। এ চারটি হ্যান্ডসেট হচ্ছে Nokia 105 (2022), Nokia 110, Nokia 225 4G ও Nokia 2660 Flip। স্বল্প বাজেটের মধ্যেই এ ৪টি হ্যান্ডসেট আপনি পেয়ে যাবেন।
Nokia 105 (2022)
নোকিয়ার সুসময়ে তাদের ক্লাসিক হ্যান্ডসেট মার্কেটে অনেক জনপ্রিয় ছিল। নোকিয়া ১০৫ স্মার্টফোনটি দেখলে আপনার পুরনো দিনের ক্লাসিক হ্যান্ডসেটের কথা মনে পড়ে যাবে।
এ বছরের এপ্রিলে স্মার্টফোনটি বাজারে রিলিজ করা হয়। ১৩০০ রুপি ও ১৭০০ টাকার মধ্যে আপনি স্মার্টফোনটি পেয়ে যাবেন। মোবাইলের ডিসপ্লের সাইজ 1.77 ইঞ্চি। এখানে স্টাইলিশ কি-প্যাড দেওয়া হয়েছে।
দুই হাজার ফোন কন্টাক্ট একসাথে সেট করতে পারবেন। ৫০০ টি এসএমএস স্টোরেজে সেভ করে রাখা যাবে। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে।
Nokia 110
আগস্ট মাসে Nokia 110 হ্যান্ডসেটটি বাজারে রিলিজ করা হয়। ১৭০০ রুপি ও ও ২১০০ টাকার মধ্যে এই হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে। এটির ডিসপ্লের সাইজ 1.77 ইঞ্চি। MP3 প্লেয়ার ও মাইক্রো এইচডি কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। এই ডিভাইসে ক্যামেরা সংযুক্ত থাকায় আপনি ছবি তুলতে পারবেন। সবথেকে আকর্ষণীয় ফিচার হচ্ছে হ্যান্ডসেটটির সাথে আপনি ফোরজি কানেকশন পেয়ে যাবেন।
Nokia 225 4G
অক্টোবরের ১৭ তারিখে নোকিয়ার এ ডিভাইসটি বাজারে উন্মোচন করা হয়। নোকিয়ার এ হ্যান্ডসেটটি দেখতে খুবই আকর্ষণীয়। শক্তিশালী ইউনিসক চিপসেট দ্বারা মোবাইলটি পরিচালিত হবে। ৬৪ মেগাবাইট র্যাম ও FM রেডিও, ব্লুটুথ এবং ডুয়েল সিম ব্যবহার করার সুযোগ এই হ্যান্ডসেটে দেওয়া হয়েছে।
হ্যান্ডসেটের ডিসপ্লের সাইজ ২.৪ ইঞ্চি। ১২৮ মেগাবাইট ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ১৫০০ মেগার্জের ব্যাটারি হ্যান্ডসেটকে পাওয়ার প্রদান করবে। ৩৭০০ রুপি বা ৪৫০০ টাকায় হ্যান্ডসেটে বাজারে পাওয়া যাবে।
Nokia 2660 Flip
মাত্র ৪৫০০ রুপি ও ৫২০০ টাকায় নোকিয়ার ফ্লিপ হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাচ্ছে। এ বছরেই মোবাইলটি বাজারে রিলিজ করা হয়। মোবাইলটির ডিসপ্লে এর সাইজ ২ দশমিক ৮ ইঞ্চি। এখানে ডুয়েল ডিসপ্লে, এফএম রেডিও, ব্লুটুথ মাইক্রো এসডি কার্ড ইত্যাদি অপশন ব্যবহার করতে পারবেন। ১৪৫০ মেগাহার্জের ব্যাটারি মোবাইলটিকে পাওয়ার প্রদান করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।