লাইফস্টাইল ডেস্ক : বিশ্বের একেক দেশে একেক রকমের বিয়ের রীতি অনুসরণ করা হয়৷ আজকের প্রতিবেদনে যেসব দেশের বিয়ের কথা থাকছে-
মাসাইদের
মাসাইদের বিয়ের দিন কনের বাবা কনেকে থুথু দেন৷ একে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়৷
রোমানিয়ায়
রোমানিয়ায় বিয়ের দিন কনের বন্ধুবান্ধুব ও পরিবারের সদস্যরা তাকে ‘অপহরণ’ করে নিয়ে যায়৷ কনেকে ফেরত পেতে বরকে মুক্তিপণ দিতে হয়৷
জার্মানি
জার্মানিতে বিয়ে অনুষ্ঠানের একটি অংশ ‘পল্টারআবেন্ড’৷ এতে আমন্ত্রিত অতিথিরা পুরোনো কাঁচের থালা-বাসন নিয়ে উপস্থিত হন। এরপর এগুলো মাটিতে ছুড়ে ভাঙা হয়। বলা হয়, বাসন ভাঙার শব্দ নাকি ভাবি দম্পতিকে অশুভ শক্তি থেকে দূরে রাখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।