আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া মাহামারি কোভিড-১৯ সংক্রমণের সম্ভাবনা থাকায় বতসোয়ানার প্রেসিডেন্ট মকগেতসি মাসিসিওসহ পার্লামেন্টের সদস্যকে দুই সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তবে কোয়ারেন্টাইনের আদেশ অমান্য করে বাইরে যেনো ঘুরে বেড়াতে না পারে সেজন্য তাদের কোয়ারেন্টাইনে পাঠানো সিদ্ধান্ত নেয় সরকার।
শুক্রবার এক টুইটে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ঠিক কতজন এমপিকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সে ব্যাপারে এখনো কোন কিছু জানা যায়নি।
জানা যায়, গত বুধবার সংসদ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা এক স্বাস্থ্যকর্মীর শরীরে করোনাভাইরাস ধরা পড়ায় তাদের হোম-কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল। কিন্তু বেশ কয়েকজন এমপি নির্দেশনা অমান্য করে মার্কেট-শপিংমলে ঘুরে বেড়িয়েছেন। একারণে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এসময় তারা নজরদারিতেও থাকবেন।
বতসোয়ানায় এপর্যন্ত ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন একজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।