এই ধূমকেতু গত বছরই চীনের সুচিনশ্যান ও দক্ষিণ আফ্রিকার অ্যাটলাস মানমন্দিরের চোখে আসে। সি/২০২৩ এ-থ্রি সুচিনশ্যান ধূমকেতুর নামকরণ করা হয় অ্যাটলাস। উপবৃত্তাকার পথে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে এই ধূমকেতুর সময় লাগে ৮০ হাজার বছর। এর মানে এর আগে মানুষ যখন গুহায় বসবাস করত, তখন হয়তো এটা দেখা গিয়েছিল। এ তথ্য জানা গেছে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার সূত্রে।
গতকাল শনিবার সূর্যাস্তের পর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কুপার লেক স্টেট পার্ক এলাকা থেকে ছবিটি তুলেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী পদার্থবিদ মুনিম হোসেন রানা। তাঁর হাতে ছিল নাইকন জেড-৭ ক্যামেরা এবং ২০০ মিলিমিটারের লেন্স। যখন ছবিটি তোলা হয়েছিল, তখন ধূমকেতুটি পৃথিবী থেকে প্রায় ৪ কোটি ৪০ লাখ মাইল দূরে অবস্থান করছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।