কোভিড-১৯ সংক্রমণজনিত এ পরিস্থিতিতে এ বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা বাতিল করছে সরকার। পরীক্ষার্থীদের ‘জুনিয়র স্কুল সার্টিফিকেট’ (জেএসসি) ও ‘সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট’ (এসএসসি) ফলের ভিত্তিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গত বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর সবাই পাস করবে।
নানারকম বক্তব্য থাকলেও এ সিদ্ধান্তকে যথাযথই মনে করছেন অভিভাবক ও শিক্ষকরা। তারা বলছেন, পরীক্ষা হবে কি হবে না, কবে হবে- এসব নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা এ সিদ্ধান্তের কারণে কেটে গেল।
এর আগে, এ বছরের জেএসসি ও প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষাও করোনার কারণেই বাতিল করা হয়।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি না নিয়ে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পরীক্ষার্থীরা এরই মধ্যে দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে। তাদের জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে।’
তিনি জানান, যারা এইচএসসিতে বিভাগ পরিবর্তন করেছে, তাদের মূল্যায়নের জন্য একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
সবাইকে পাস করানো হবে কিনা জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘অবশ্যই সবাই পাস করবে। তবে ফলটা কী হবে সেটা নির্ভর করছে সংশ্নিষ্ট পরীক্ষার্থীর জেএসসি ও এসএসসির পরীক্ষার ফলের ওপর।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।