যে প্রজাতির অনিন্দ সুন্দর পাখি কোকিলকে হুমকি মনে করে

Splendid Fairywren

Splendid Fairywren প্রজাতির পাখিটি Maluridae পরিবারের অন্তর্গত। এর বৈজ্ঞানিক নাম Malurus splendens। অস্ট্রেলিয়াতে স্থানীয়রা একে ব্লু রেন পাখি বলে থাকে। নিউ সাউথ ওয়েলেসের মধ্য-পশ্চিম অঞ্চল এবং কুইন্সল্যান্ডের দক্ষিণ-পশ্চিম অংশ থেকে পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূল পর্যন্ত ব্লু রেন পাখি বাস করে থাকে।

Splendid Fairywren

শুষ্ক স্থান হল এ প্রজাতির পাখির বসবাসের অনুকূল পরিবেশ। ব্লু রেন পাখি লম্বা লেজ বিশিষ্ট হয়ে থাকে এবং বেশিরভাগ উজ্জ্বল নীল এবং কালো রঙে আবৃত থাকে। এ প্রজাতির পাখির সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে পুরুষ ও নারী পাখি দল বেঁধে থাকে এবং নিয়মিত যৌনতার মাধ্যমে বংশবৃদ্ধি করে।

গ্রীষ্মকালীন পরিবেশ এবং একই সাথে সবুজ গাছপালা রয়েছে এরকম জায়গা ব্লু রেন পাখির জন্য আদর্শ। এ প্রজাতির পাখি পোকামাকড় ও বীজ খেয়ে বেঁচে থাকে। ব্লু রেন পাখি ১৪ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।

স্থানীয়রা পুরুষ পাখিটির নীল পালককে প্রায় সময় ’বিবাহ পালঙ্ক’ বলে থাকে। ব্লু রেন পাখি প্রায় সময় কোকিলকে  হুমকি হিসেবে দেখে। এ প্রজাতির পাখির আবাসস্থল শুষ্ক এবং ঝোপঝাড়ে পরিপূর্ণ দেখতে পাবেন।

তবে তাদের আবাসিক স্থলে মানুষের বসবাস শুরু হলে ব্লু রেন পাখি অন্যত্র চলে যায়। অস্ট্রেলিয়ার অনেক স্থান থেকে এরা বিলুপ্ত হয়ে গেছে।